ইসরাইলের পণ্য বয়কটের দাবিতে গাইবান্ধায় ইসলামী আন্দোলন মুসলিম জনতার বিক্ষোভ মিছিল 123 0
ইসরাইলের পণ্য বয়কটের দাবিতে গাইবান্ধায় ইসলামী আন্দোলন মুসলিম জনতার বিক্ষোভ মিছিল
আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকেঃ
ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ইসরায়েলের পণ্য বয়কটের দাবিতে গাইবান্ধায় ইসলামী আন্দোলন মুসলিম জনতার বিক্ষোভ মিছিল ও র্যলী বের করা হয়েছে। শুক্রবার জেলা বিভিন্ন মসজিদ থেকে বের করে শহরের বিভিন্ন অলিগলি প্রদর্শক্ষিন শেষে বড় মসজিদের সামনে বক্তরা বলেন দখলদার ইসরাইলের আগ্রাসন এবং নির্বিচারে নিরপরাধ মুসলিমদের হত্যার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় গাইবান্ধাতেও মুসলিম জনতার বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয় এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি মাওলানা আবদুল মাজেদ, সহ- সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক মওলানা মুফতি আল আমিনসহ দলের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান এবং ইসরাইলি পণ্য বয়কটের দাবি করেন।